নওরীন মেহনাজ বর্ষা

Nawrin Mehnaz Barsha
রেডিও জকি নওরীন মেহনাজ বর্ষা

আর জে নওরীন মেহনাজ বর্ষা!!! সদা লস্যাময়ী এ আর জে তার কথার জাদুতে মানুষকে একদম পাগল করে দেন। তার শো “Drama Queen” শুরুর আগেই শ্রোতারা চালু করে ফেলেন City fm. তবে শুধু জে আর জে, তা নয়, পাশাপাশি শখের বশে করেন ফটোগ্রাফি। তার তোলা ছবি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন করা হয়েছে। কাজ করেছেন বেশ কিছু আন্তর্জাতিক অনুষ্ঠানে। এ “Drama Queen” এর সাথে কথা বললেন প্রেস বাংলাদেশের প্রতিবেদক যুবাইর বিন ইকবাল। পাঠকদের জন্য নির্বাচিত অংশ।

প্রশ্নঃ দেশ গঠনে কি কি করতে চান?
নওরীন মেহনাজ বর্ষা: মানুষের মানসিকতা বদলাতে চাই।

প্রশ্নঃ সমাজে এখন অবক্ষয়, অপরাধ অনেক বেশি। এগুলো কমাতে কি পদক্ষেপ নেয়া উচিৎ বলে আপনি মনে করেন।
নওরীন মেহনাজ বর্ষা: শিক্ষাব্যাবস্থা এবং মানসিকতার পরিবর্তন দরকার।

প্রশ্নঃ বাংলাদশকে কোথায় নিয়ে যেতে চান?
নওরীন মেহনাজ বর্ষা: আমারা যেমন এখন বিদেশে যেতে চাই, স্বপ্ন দেখি বিদেশে বাস করার তেমনি একদিন সারা পৃথিবী বাংলাদেশে আসতে চাইবে, সকলে স্বপ্নের দেশ হবে বাংলাদেশ।

প্রশ্নঃ কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন রেডিওতে কাজ করার জন্য? প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কি দরকার?
নওরীন মেহনাজ বর্ষা: City fm এর RJ HUNT প্রতিযোগীতার মাধ্যমে আমার রেডিওতে আসা, সেখানেই তিন মাস ট্রেনিং করেছি, সু্যোগ হয়েছে গুনী ব্যাক্তিদের কাছ থেকে শেখার। প্রতিযোগীতামূলক বাজারে আমি মনে করি, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা প্রয়োজন।

প্রশ্নঃ রেডিও জকি হিসাবে কাজ শুরু করার পেছনের কারণ?
নওরীন মেহনাজ বর্ষা: ভালোলাগা।

প্রশ্নঃ আপনার বর্তমান কর্মব্যস্ততা
নওরীন মেহনাজ বর্ষা: পড়াশোনা।

প্রশ্নঃ ভবিষ্যৎ পরিকল্পনা কি?
নওরীন মেজনাজ বর্ষা: পেশায় ইঞ্জিনিয়ার, তবে পাশাপাশি উপস্থাপনা করতে চাই।

প্রশ্নঃ নিজেকে কোথায় দেখতে চান?
নওরীন মেহনাজ বর্ষা: আদর্শ বা আইকন হিসেবে।

প্রশ্নঃ কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখিন হয়েছেন?
নওরীন মেহনাজ বর্ষা: পরিবার থেকে, কারন শুরুতে তারা রাজী ছিলেন না, তাদের কথা ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করছ তাহলে আর জে হবার কি দরকার? প্রথমে অনেক দিন পরিবারের অগোচরে কাজ করতে হয়েছে, পরে আমার কাজের প্রতি ভালবাশা দেখে তারা সাপোর্ট দিয়েছে।

প্রশ্নঃ নেতিবাচক কিছু পেলে কিভাবে সামলে নেন নিজেকে?
নওরীন মেহনাজ বর্ষা: নেতিবাচক কিছু আসলে তেমন পাই নি, কারন নেতিবাচক কে ইতিবাচক করতে আমি জানি।

প্রশ্নঃ কিরকম আয় হচ্ছে?
নওরীন মেহনাজ বর্ষা: বাংলাদেশে শিল্পীদের মূল্য নাই, সেই কথা বলে লাভ নাই।

প্রশ্নঃ স্রোতাদের ফিডব্যাক কেমন?
নওরীন মেহনাজ বর্ষা: আলহামদুলিল্লাহ ভাল।

প্রশ্নঃ কাকে আদর্শ মনে করেন এবং কেন?
নওরীন মেহনাজ বর্ষা: আর জে নীরব খান। কারণ ছোটবেলা থেকে দাদার শো শুনে সপ্ন দেখতাম RJ হবার, আর দাদার কাছ থেকে শিখেছি বাংলার সঠিক উচ্চারন, কিভাবে নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে হয় এবং পথ চলার বাধা কে অতিক্রম করতে হয়। দাদার কাছে কৃতজ্ঞ কারণ মানুষ আমাকে বলে “তুমি খুব সুন্দর উচ্চারনে বাংলা বল, বাংলাকে বাংলার মত এবং ইংরেজি কে ইংরেজির মত করে বল” অনেক গুণি ব্যাক্তির কাছ থেকে এই কথা শূনেছি যার সব টুকু কৃতিত্ব নিরব দাদার।

প্রশ্নঃ পছন্দের বিষয় কি এবং কেন?
নওরীন মেহনাজ বর্ষা: ফোটোগ্রাফি,গান।

প্রশ্নঃ আপনিতো পাশাপাশি ফটোগ্রাফি করেন, কেমন উপভোগ করেন একে?
নওরীন মেহনাজ বর্ষা: চেষ্টা করি টুকটাক।

প্রশ্নঃ ফটোগ্রাফি নিয়ে আপনার পরিকল্পনা কটাক।
নওরীন মেহনাজ বর্ষা: ফোতোগ্রাফিকে সমাজে সম্মানিয় পেশার মর্যাদায় নিতে চাই।

প্রশ্নঃ ফটোগ্রাফিতে কাকে আদর্শ মনে করেন?
নওরীন মেহনাজ বর্ষা: প্রিত রেজা ও যুবাইর বিন ইকবাল।

প্রশ্নঃ ফটোগ্রাফি শিখেছেন কোথা থেকে?
নওরীন মেহনাজ বর্ষা: প্রিত রেজা, জুযইর বিন ইকবাল।মুল হাতে খড়ি যুবাইর বিন ইকবালের কাছে, পরে প্রিত ভাইয়া।

প্রশ্নঃ কোন ধরণের ফটোগ্রাফিতে আগ্রহ বেশি?
নওরীন মেহনাজ বর্ষা: ফ্যাশন।

প্রশ্নঃ কথায় কথায় কাজ করছেন আলোকচিত্রি হিসাবে?
নওরীন মেহনাজ বর্ষা: বিভিন্ন ইভেন্টে যেমন ICS 15, মেরিল প্রথম আলো ইত্যাদি

প্রশ্নঃ এমন কিছু আছে যার প্রতি বিশেষ ধুর্বলতা এবং কেন?
নওরীন মেহনাজ বর্ষা: গান

প্রশ্নঃ নিজের দুর্বলতা কি কি এবং কেন একে দুর্বলতা মনে করেন?
নওরীন মেহনাজ বর্ষা: মানুশকে অতিরিক্ত বিশ্বাস করা।

প্রশ্নঃ অবসরে কি করেন সাধারণত?
নওরীন মেহনাজ বর্ষা: অবসর পাই না। পাইলে ঘুম।

প্রশ্নঃ খেলাধুলা করেন?
নওরীন মেহনাজ বর্ষা: না।

প্রশ্নঃ নিজেকে এতটা ফিট রেখেছেন, কিভাবে তা সম্ভব?
নওরীন মেহনাজ বর্ষা: ফিট!!! আপনার মাথা ঠিক আছে???

প্রশ্নঃ মেকাপ ছাড়া ফটোশুট এর অফার পেলে কি করবেন?
নওরীন মেহনাজ বর্ষা: ফটগ্রাফার হয়ে যাব 😉

প্রশ্নঃ সেলফি তোলার সময়ে সাধারনত মুখ কোন দিকে বাকা করেন?
নওরীন মেহনাজ বর্ষা: ডানে

প্রশ্নঃ কোথায় ঘুরতে পছন্দ করেন এবং সাথে কাকে নিতে পছন্দ করেন?
নওরীন মেহনাজ বর্ষা: নিরিবিলি যায়গায়। সাথে কাকে নিতে চাই তা তো বলবো না। তবে ইমরান হাশমি হলে মন্দ হয় না। 😉

প্রশ্নঃ অপছন্দের বিষয় কি?
নওরীন মেহনাজ বর্ষা: কথা দিয়ে কথা না রাখা।

প্রশ্নঃ কি দেখে সবচেয়ে বেশি ভয় পান এবং কেন ভয় পান?
নওরীন মেহনাজ বর্ষা: মানুশ।ভয়ঙ্কর প্রাণী, বাইরে থেকে চেনা যায় না।

পশ্নঃ এমন একটি কথা, যা কেও জানে না এখন পর্যন্ত।
নওরীন মেহনাজ বর্ষা: সেইটা না বলা ই থাক।

পশ্নঃ কোন লুকানো কষ্ট?
নওরীন মেহনাজ বর্ষা: লুকানো ই থাক।

প্রশ্নঃ প্রথম প্রেম কার সাথে?
নওরীন মেহনাজ বর্ষা: নিজের সপ্নের সাথে।

প্রশ্নঃ এমন কেও আছে, যাকে বিয়ে করতে পারেন নি বলে কেদেছিলেন? নীরবে ফেলেছিলেন চোখের পানি?
নওরীন মেহনাজ বর্ষা: ইমরান হাশমি।

প্রশ্নঃ প্রথম ক্রাশ কে ছিল?
নওরীন মেহনাজ বর্ষা: ইমরান হাশমি।

প্রশ্নঃ কোন তারকার সাথে ডেটিঙে যেতে চান এবং কেন?
নওরীন মেহনাজ বর্ষা: ইমরান হাশমি। দেখতে চাই ও কি আসলেই এতটা রোম্যান্টীক!!!

প্রশ্নঃ কি খেতে পছন্দ করেন?
নওরীন মেহনাজ বর্ষা: মানুশের মাথা।

প্রশ্নঃ পছন্দের রঙ?
নওরীন মেহনাজ বর্ষা: গোলাপী, খাইয়া ফেলতে ইচ্ছা করে।

প্রশ্নঃ নিজের ভেতরে কি মুদ্রাদোষ খুজে পান?
নওরীন মেহনাজ বর্ষা: জিদ, রাগ, মুখে প্রকাশ করা ক্ষমতা কম।

প্রশ্নঃ লটারীতে এক কোটি টাকা পেলে কি করবেন?
নওরীন মেহনাজ বর্ষা: আগে পেয়ে নেই।

প্রশ্নঃ পুরনো প্রেমিকের সাথে দেখা হলে কি করবেন?
নওরীন মেহনাজ বর্ষা: কিছু কি করা উচিত?

প্রশ্নঃ নিজের পাঁচটি বদভ্যাসের কথা বলুন।
নওরীন মেহনাজ বর্ষা: রাগ,জিদ, আর তো জানি না।

প্রশ্নঃ তেলাপকা নাকি টিকটিকি, কোনটিকে বেশি ভয় পান? নাকি অন্য কিছু?
নওরীন মেহনাজ বর্ষা: তেলাপোকা।

প্রশ্নঃ নতুনদের জন্য কোন পরামর্শ
নওরীন মেহনাজ বর্ষা: “NO matter what people say, just do good, be good and stay good.” আর নিজের সংস্কৃতিকে নষ্ট করে কিছু করবেন না।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment