করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবসমূহ

করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবসমূহ

থানা থেকে লোক/পুলিশ বাড়ী বাড়ী গিয়ে ফ্রিজ চেক করছে। মাছ মাংস বেশি থাকলেই পুলিশ ভাংচুর করতেছে।

বিদেশফেরতগুলারে পুলিশ খুঁজতেছে,খুঁজে খুঁজে ইনজেকশন দিয়ে মেরে ফেলতেছে।

ফজরের আগে থানকুনির ৩টা পাতা খাইলে করোনা সেরে যাবে।

আমপাতার মধু খাইলে করোনা ভাল হয়ে যাবে।

২৩ ডিগ্রির উপর তাপমাত্রায় করোনা ছড়ায় না।
– ডাঃ জাকির

আজ, বিশেষ সামরিক হেলিকপ্টারগুলি সারা দেশে আকাশে করোনার ভাইরাসের বিরুদ্ধে কীটনাশক স্প্রে করবে, তাই আপনাকে অবশ্যই রাত বারোটার পরে বাড়ির ভিতরে থাকতে হবে এবং বাইরের সমস্ত কাপড় সরিয়ে ফেলুন। আপনি যখন রাতের বেলা বিমানের শব্দগুলি শোনেন তখন আপনার পক্ষে এটি জেনে রাখা উচিত যে এটি এই বিষয়টির সাথে সম্পর্কিত (COVID-19) আপনার পরিবার এবং বন্ধুবান্ধব সবাইকে দয়া করে অবহিত করুন প্লিজ। #Report_Wikipedia.

হ্যালো রোহান।

বাংলাদেশ সরকার শেখ হাসিনা ১০ GB ইন্টারনেট দিচ্ছে ৩০ দিনের জন্য একদম ফ্রি। শুধু এই মেসেজটি ২৯ জনকে শেয়ার করুন ও ২ মিনিট পর ব্যালেন্স চেক করুন।

করনার ভাইরাস ৫০০ মাইক্রন, যে কোন মাস্ক পড়লেই কাজ হবে।

গলা ভিজায়ে ভাইরাসকে পেটে পাঠায়ে দিবেন, পাকস্থলিতে থাকে এসিড, এসিডে করোনা ভাইরাস মরে যাবে।

এইগুলি ইহুদি/কাফেরদের প্রচারনা – তারা মুসলমানদের ইমান নষ্ট করতে চায়।

সপ্নে পাওয়া: 1q+7=13, আমি জানি কিন্তু বলবো না।

আজকের রহমতের বৃষ্টিতে করোনার জীবানু ধুয়ে যাবে সব।

দেশের সব মানুষ একসাথে সকাল ৮টায় সাবান দিয়ে গোসল করলে সব জীবানু মরে যাবে।

করোনা এয়ারবোর্ন, সবাইকে মাস্ক পড়তে হবে।

পুলিশ নাকি বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি করে।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment