শরীরে নয় শুধু
সর্বত্র খুঁজে তোমাকে।
শরীরের প্রতিটি মুহূর্ত অনুভব।
কামনায় হোক বাসনায়
উপেক্ষায় হোক চাহিদায়
থাকা বা না থাকায়
জড়িয়ে আছো সব খানটায়।
প্রতি রাতে ফিরে যাই
যাহা অধিকার কিন্তু স্বপ্নে বা
ভাবনায় তোমাকে খুঁজে বেড়াই।
স্বেচ্ছায়, আমাকে অন্ধকারে নামাও।
আমি তোমার বাহুডোরে
জড়িয়ে পড়ে থাকি সারাক্ষণ।
জীবন অমাবস্যার ন্যায়
মধ্যরাত্রে আমাকে ঘিরে ধরে।
তোমার কামনায় ;
তোমার কামনায় পিষ্ট যাতাকলে
আমি আমার দেহকে অসার করি।
শুধু শরীরে নয়,
মরণ ব্যাধির মতো,
সর্বত্র ছড়িয়ে আছো আমার নিষিদ্ধ অংশে দেহের।
– রুমা খান