আজ বিশ্ব আলোকচিত্র দিবস

আগস্ট ১৯, বিশ্ব আলোকচিত্র দিবস। সারা বিশ্বের আলোকচিত্রীগণ আজ দিনটিক উদযাপন করেছেন। বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে বিভিন্ন আয়োজনের মাধ্যমে। বাংলাদেশের আলোকচিত্রীদের প্রাণের জায়গা “পাঠশালা” আয়োজন করেছিল নানাবিধ কর্মশালা, প্রেজেন্টেশন, পোর্টফোলিও রিভিউ সহ আর অনেক কিছু। ছয়জন নারী আলোকচিত্রী তাদের ছবি প্রদর্শন করেন এদিন পাঠশালায়। পোর্টফোলিও রিভিউ করেছেন স্বনামধন্য ও প্রতিথযশা আলোকচিত্রী তানভীর মুরাদ ও আশরাফুল আউয়াল।

Pathshala
পাঠশালা ক্যাম্পাসে পোর্টফোলিও রিভিউ করছেন খ্যাতনামা আলোকচিত্রী তানভীর মুরাদ তপু | ছবিঃ তৌকির আহমেদ তানভী

প্রেস বাংলাদেশ আয়োজন করেছিল এক আলোকচিত্র প্রতিযোগিতা। প্রেস বাংলাদেশ এ জমা হওয়া প্রায় তিন হাজার ছবি থেকে বাছাই করা হয় সেরা তিনটি ছবি।

Street Photography
প্রথম স্থানঃ মোহাম্মাদ ইমাম হাসান
Street Photography
দ্বিতীয় স্থানঃ রাহাত আমিন
rain
তৃতীয় স্থানঃ নাইমা হোসাইন

দিনাজপুর ফটোগ্রাফিক সোসাইটি আয়োজন করেছিল এক বর্নাঢ্য র‍্যালী ও আরও কিছু আয়োজন। এবারই প্রথম দিনাজপুরে এ ধরণের আয়োজন করা হয়।

World Photography Day
দিনাজপুর ফটোগ্রাফিক সোসাইটির প্রথম “World Photography Day ২০১৬” উদযাপন|ছবিঃ দিনাজপুর ফটোগ্রাফিক সোসাইটি

যুবাইর বিন ইকবাল, প্রেস বাংলাদেশ

Bangladeshi Wedding Photographer

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment