সিংহাসনের ছায়ায় জন্ম নেয় আগুন,
মানচিত্রের দাগে দাগে রক্তের বুনন।
পশ্চিম বলে তাকে সন্ত্রাস,
সূচনা তবে কার হাতে,
সে কথা হারিয়ে যায় বোমা কিংবা গোলার শব্দে।
ক্ষমতার কারখানায় বানানো ভয়,
মুনাফার হিসাবেই তার নিশ্বাস চলে।
আজ যাকে আশ্রয় দেয়া হয় আঁধারে
কাল তাকেই ধ্বংস করা হয়
যুদ্ধের বৈধ অজুহাতে।
শত্রু, কিংবা মিত্র এসবতো কেবল শব্দের খেলা
শান্তির ভাষণ চলে টিভির পর্দায়,
আর মাঠে মাঠে পোড়ে ঘর, স্বপ্ন, শৈশব।
তেলের দামে, অস্ত্রের চুক্তিতে
মানুষের কান্না কেবল
একটি পরিসংখ্যান।
এ খেলায় দেবতা নেই, নায়কও নয়—
আছে শুধু ক্ষমতার ক্ষুধা।
আর ইতিহাস লিখে রাখে নীরবে,
সব যুদ্ধই শেষ পর্যন্ত
ব্যবসা, ক্ষমতা আর টাকার গল্প।
আবার হবে যুদ্ধ।
বেজে উঠবে রণসঙ্গীত
ছুটে চলবে রণতরী আর বোমারু বিমান
সাইরেনের শব্দে ছুটে বেড়াবে কিছু সংখ্যা।
রক্তের হোলিখেলায় উল্লাসে মেতে উঠবে
কোন পশ্চিম সিংহাসন।
– যুবাইর বিন ইকবাল






