পোস্ট গ্রাজুয়েট ইন সাংবাদিকতা

বাংলাদেশ ছোট্ট একটি দেশ, কিন্তু এদেশে সংবাদপত্রের অভাব নেই, অভাব নেই টিভি চ্যানেল এর। আর প্রায় প্রতিদিনই কোন না কোন অনলাইন নিউজ পোর্টাল চালু হচ্ছে। কিন্তু দেশে যোগ্য সাংবাদিক কজন আছে? কজন আছেন, যিনি সাংবাদিকতায় পড়াশোনা করেছেন? আর এ কারণেই হয়ত –

: ভাই ঘটনা শুনছেন?
: হুম, বাংলাদেশ ৮ উইকেটে জিতছে
: আরে না ভাই, সেটা না…….
: তো কি? ২৮ জন সমকামী ধরা পড়ছে….
: ধুর, এসব না…..
: তো?
: কোন এক ডাক্তার আব্দুল্লাহ ভুল চিকিৎসা দিয়ে রোগী মেরে ফেলছে
: কোন আব্দুল্লাহ?
: বিএসএমইউ নাকি কোথাকার কি জানি….
: আচ্ছা যাই হোক, ভুল চিকিৎসা তুই কেমনে বুঝলি?
: কেন ভাই! অমুক পেপারে দেখছি…..
: ও, তাই…….!
: যাক ভাই। এসব বাদ দেন। আমার আম্মু কয়েকদিন ধরে অসুস্থ। কোন ডাক্তার দেখালে ভাল হবে?
: অমুক পত্রিকার অফিসে ফোন দেয়…..
: কেন ভাই? ওখানে ফোন দিয়ে কি হবে?
: ফোন দিয়ে জিজ্ঞেস কর, যে রিপোর্টার ‘ভুল চিকিৎসা’ বলে নিউজ করেছে সে কোথায় চেম্বার করে। একটা সিরিয়াল দিতে বল…..
: ভাই মজা নিচ্ছেন নাকি! ও তো সাংবাদিক। ও কেমনে চিকিৎসা দিবে?
: কেন? কিছুক্ষণ আগে তুই না বললি, ও আব্দুল্লাহ স্যারের চিকিৎসার ভুল ধরেছে। তাহলে সে নিশ্চয় মেডিকেল সাইন্স ডাক্তারদের চেয়ে ভাল জানে। নাহয়, দেশের সব ডাক্তার বলতেছে চিকিৎসা ভুল ছিল না, সেখানে সে কেমনে বলল চিকিৎসা ভুল? তোর মাকে ওর কাছে নিয়ে যা, ভাল চিকিৎসা পাবি!
: না ভাই……আসলে

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment