বাংলাদেশে র‍্যানসমওয়্যার আক্রমণ

বাংলাদেশে র‍্যানসমওয়্যার

আক্রমণ শুরু হয়েছে। বেশ কয়েকটি কম্পিউটারে আক্রমণের সংবাদ পাওয়া গেছে। এশিয়ান টেলিভিশন চ্যানেল এর কয়েকটি পিসি এর আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছেন এশিয়ান টিভি অফিস। সুতরাং আপনার সকল গুরুত্বপুর্ণ তথ্য, ফাইল, ছবি ইত্যাদি অতিসত্তর ব্যাকআপ নিয়ে ফেলুন।

যারা Windows XP ব্যবহার করছেন, তাদের আক্রান্ত হবার সম্ভাবনা বেশি।

সাবধানতা অবলম্বনের জন্য
১ – Windows এর হালনাগাদ করুন।
২ – ই মেইল, ফেসবুক, টুইটার ইত্যাদি থেকে আসা অজানা কোন লিঙ্ক ক্লিক থেকে বিরত থাকুন।
৩ – গুগল ক্রোম কিংবা মজিলা ফায়ারফক্সে WOT এক্সটেনশন ব্যবহার করুন। এটি আপনাকে ঝুকিপুর্ণ লিঙ্ক থেকে সাবধান করে দেবে।
৩ – ব্যবহার করুন লিনাক্স অপারেটিং সিস্টেম। ম্যাক অবশ্যই আরও বেশি নিরাপদ।
৪ – প্রয়োজন না থাকলে ইন্টারনেট কানেকশন বন্ধ করে রাখুন।

ব্যাকআপ নেয়ার জন্য কতিপয় অপশন
১ – গুগল ড্রাইভ – drive.google.com
২ – ড্রপবক্স – www.dropbox.com
৩ – অতিরিক্ত হার্ডডিস্ক

যদি কোন কারণে র‍্যানসমওয়্যার দ্বারা আক্রান্ত হন, তাহলে সাথে সাথেই নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করে ফেলুন এবং হার্ড ডিস্ক ফরম্যাট করে ফেলুন।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment