Official Website of Education Board

S.S.C Exam Result – Bangladesh Education Board Website

Ministry of Education – Intermediate and Secondary Education Boards Bangladesh – Official Website of Education Board

ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি

Beautiful landscape pictures

“Light is photographer’s biggest friend and Ego his biggest enemy.”
Rohit Vohra, Photographer, India

ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি এর সাধারণ টিপস

 1. সময় নির্বাচন করা। সকাল বেলা এবং বিকাল বেলা অর্থাৎ যে সময়টাতে আলো সোনালী থাকে।
 2. আবহাওয়া সম্পর্কে ভাল ধারণা রাখা। যেমন কোন সময়ে আকাশ নীল থাকে কিংবা প্রচুর মেঘ থাকে। পাহাড়ি এলাকায় কখন সবুজ এর সমারোহ বেশি থাকে কিংবা কুয়াশার চাঁদরে আচ্ছন্ন থাকে। ধারণা রাখতে হবে কখন ঝর্ণায় পানির প্রবাহ বেশি থাকে। ইত্যাদি। অর্থাৎ আপনি যে স্থানের ছবি তুলবেন, ঐ স্থান কোন সময়ে কোন ঋতুতে সুন্দর থাকে, এসব।
 3. ট্রাইপড ব্যবহার করে ছবি তুললে ছবি ভাল আসবে।
 4. কম এপেরচারে ছবি তুলতে হবে। এতে ভাল ডেপথ পাওয়া যাবে।
 5. ঝর্ণা, সমুদ্রের ঢেও ইত্যাদির ছবি স্লো শাটারে তুললে অসাধারণ ছবি হতে পারে।
 6. হরাইজন লাইন যেনো সোজা থাকে, তা লক্ষ্য রাখতে হবে।
 7. বিভিন্ন এঙ্গেল থেকে একই স্থানের ছবি তোলা যেতে পারে। এতে বিভিন্ন রকম ছবি পাওয়া যেতে পারে।
 8. কুয়াশা, প্রতিচ্ছবি, লাইন, ধোঁয়া ইত্যাদি নিয়ে পরীক্ষা করা যেতে পারে। এসকল উপাদান একটি ছবিকে আকর্ষনীয় করতে পারে।
 9. রুল অফ থার্ড ও সিমেট্রি অনুসরণ করা যেতে পারে।
 10. কালার ভাল না থাকলে সাদা-কালো ছবি তুলতে পারেন।

ক্যামেরা সেটিংস

 1. শাটার স্পিডঃ
 2. আই এস ওঃ ১০০ – ৪০০
 3. এপেরচারঃ ন্যুনতম ৮
 4. হোয়াইট ব্যালান্সঃ ম্যানুয়াল
 5. ফোকাসঃ ম্যানুয়াল

ক্যামেরা ও ইকুইপমেন্টস

 1. যে কোন ভাল ক্যামেরা।
 2. ওয়াইড এঙ্গেল লেন্স।
 3. ট্রাইপড
 4. পোলারাইজড ফিল্টার

বিখ্যাত ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার

Landscape photography tips

কি ওয়ার্ড

Landscape pictures, Landscape photos, Landscape photography tips, Landscape images, Beach landscape photography, Photography landscape, Beautiful landscape pictures, Landscape pics,

মুক্তির প্রথম দিনে ১০০ কোটি রূপি আয় করল বাহুবলী ২

মুক্তির প্রথম দিনে ১০০ কোটি রূপি আয় করল বাহুবলী ২। ভারত এর ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। ১০০ কোটি রূপির মাইলফলক অর্জন করতে আমীর খান এর দঙ্গল এর লেগেছিল ৩ দিন। ছবিটির এ সাফল্যে বেশ উচ্ছসিত পরিচালক রাজামৌলী। ধারণা করা হচ্ছে, এটি ন্যুনতম ১০০০ কোটি রূপি আয় করবে এবং ভারত এর ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবির মধ্যে থাকবে।

Baahubali 2: The Conclusion

একসাথে প্রায় পনেরটি দেশে মুক্তি দেয়া হয়েছে ছবিটি। ভারতীয় ছবির মাঝে অসাধারণ গ্রাফিক্স, এনিমেশন আর সুনিপুণ সিনেম্যাটোগ্রাফির একটি অনন্য উদাহরণ এই বাহুবলী ২। ছবিটি তৈরি করার কয়েকটি ভিডিও বিভিন্ন সময়ে ইউটিউবে প্রকাশ করা হয়, এবং প্রতিটি ভিডিও কয়েক লক্ষ্যবার দেখা হয়েছে।

কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল, তা জানা যায় নি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির প্রথম পর্বে। আর এ কারণেই দর্শকদের তীব্র আকাঙ্ক্ষা ছিল, এর উত্তরের। আর এ উত্তর জানতেই দর্শকদের ছুটে যেতে হয়েছে ছবিটি দেখতে।

ইউটিউবে বাহুবলী ২ এর ট্রেলার প্রকাশ করা হয়েছিল ১৫ মার্চ, ২০১৭ সালে। শুধু এটি দেখা হয়েছে ৫৩,৩১৫,৯৯৬ বার। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দর্শকরা প্রকাশ করেছেন ছবিটি দেখার পরে তাদের মতামত।

সফল ফটোগ্রাফার হবার রহস্য

“ফটোগ্রাফার হয়ে উঠতে অন্তত তিন চার বছর সময় লাগবে। ফেসবুক উৎসাহটা জুগিয়ে দিচ্ছে। তবে পরে পড়াশোনাটা করতে হবে। দেখার চোখ চাই, চাই বোঝার মত হৃদয়। তা থাকলে চারপাশটাই তোমার সাবজেক্ট।”
রাঘু রাই

“ছবি তোলা শিখতে চাও? তাহলে পেশাদার ফটোগ্রাফারদের ছবি দেখাও। ফেসবুকে ছবি দেখে যারা টিপস দিচ্ছে, তারা তোমার মতই আনকোরা। পেশাদার হতে চাইলে, পড়াশোনা কর। কাজটা শেখ।”
রাকেশ শ্রেষ্ঠা

১৫ দিনের প্রশিক্ষণে দক্ষ গেমস ডেভেলপার তৈরির উদ্যোগ! ব্যয় ২৮২ কোটি টাকা

পনের দিনের প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ মোবাইল গেমস ও অ্যাপ্লিকেশন ডেভেলপার তৈরির উদ্যোগ নিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। আট হাজার সাতশ পঞ্চাশজন ডেভেলপার তৈরি এবং এক হাজার পঞ্চাশটি অ্যাপ্লিকেশন ও গেমস তৈরির জন্য দুই বছর মেয়াদী এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৮১ কোটি ৯৭ লাখ টাকা। তবে মাত্র পনের দিনের প্রশিক্ষণের মাধ্যমে একজন ডেভেলপারকে কতটুকু দক্ষ করে তোলা সম্ভব তা নিয়ে প্রশ্ন করা হয়েছে বিভিন্ন মহল থেকে।

তথ্যপ্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, এত কম সময়ে এটা কখনও সম্ভব নয়। এর আগেও সরকার ছয়শ মোবাইল অ্যাপস তৈরি করার পর রক্ষণাবেক্ষণ করতে পারেনি। প্রযুক্তিবিদ যুবাইর বলেছেন, সরকার এ উদ্যোগ খুবি ভাল, কিন্তু এর বাস্তবায়ন কতটুকু সম্ভব, তা একমাত্র সময় বলে দেবে। এই প্রকল্পের আওতায় অ্যাপসগুলো রাখার জন্য পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটি অ্যাপস্টোর তৈরির কথা বলা হয়েছে। তবে এর আগেও দেশীয় অ্যাপসস্টোর তৈরি করেছে সরকার, যেটি কোনো কাজেই আসেনি। এতে নতুন করে আবারও পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে স্টোর তৈরি বিলাসিতা ছাড়া আর কিছু নয় বলে মনে করছে দেশীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ সফর বাতিল করল পাকিস্তান

এ বছর জুলাই মাসে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের, কিন্তু পিসিবি আজ জানিয়েছে, তারা এ সফর বাতিল করেছে, কারণ হিসাবে তারা বলেছে, বাংলাদেশ সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তান সফর করেছে, এর পরে পাকিস্তান দুবার এসেছে, কিন্তু বাংলাদেশ আর যায় নি। আর এ কারণেই পাকিস্তানের সফর বর্জনের ঘোষণা দিলেন পিসিবি প্রধান শাহরিয়ার খান।

এ বছর বিসিবি প্রমীলা দল পাঠিয়েছিল এবং হাই পারফরম্যান্স দল পাঠাবে। যদিও পাকিস্তান চেস্টা করছে বাংলাদেশ জাতীয় দলকে নিতে। কিন্তু বিসিবি পাঠায় নি। তবে এর কারণ হিসাবে নিরাপত্তা নাকি অন্য কিছু, তা জানায় নি বিসিবি।

পাকিস্তানে সফররত শ্রীলংকা দলের উপরে বর্বর হামলার কারণে প্রতিটি দেশ পাকিস্তানে সফর থেকে নিজেদের বিরত রেখেছে। তাদেরকে তাদের হোম সিরিজ খেলতে হয়, নিরপেক্ষ ভেন্যু দুবাই কিংবা শারজায়। এর পরে কেবল জিম্বাবুয়ে একবার সফর সম্পন্ন করেছে। ঐ সফরে অথিতি দলকে দেয়া হয়েছিল সর্বোচ্চ নিরাপত্তা। নিরাপদেই সফর সফলভাবে সম্পন্ন করেছিল জিম্বাবুয়ে। কিন্তু তারপরও পাকিস্তানে সফরের ব্যাপারে আশঙ্কা থেকেই গিয়েছে অন্য দলগুলোর।

ICC CHAMPIONS TROPHY

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ সময় সূচি

আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফি এর দল সমূহ

গ্রুপ এঃ বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
গ্রুপ বিঃ শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারত

সময়সূচি

জুন ০১ 	দুপুর ৩ঃ৩০ - 	বাংলাদেশ - ইংল্যান্ড 
জুন ০২ 	দুপুর ৩ঃ৩০ - 	অস্ট্রেলিয়া - নিউজিল্যান্ড 
জুন ০৩	দুপুর ৩ঃ৩০ -	শ্রীলংকা - দক্ষিণ আফ্রিকা 
জুন ০৪ 	দুপুর ৩ঃ৩০ - 	পাকিস্তান - ভারত 
জুন ০৫ 	সন্ধ্যা ৬-৩০ - 	বাংলাদেশ - অস্ট্রেলিয়া
জুন ০৬ 	দুপুর ৩ঃ৩০ - 	ইংল্যান্ড - নিউজিল্যান্ড 
জুন ০৭ 	সন্ধ্যা ৬-৩০ - 	পাকিস্তান - দক্ষিণ আফ্রিকা 
জুন ০৮ 	দুপুর ৩ঃ৩০ - 	ভারত - শ্রীলংকা 
জুন ০৯ 	দুপুর ৩ঃ৩০ - 	বাংলাদেশ - নিউজিল্যান্ড 
জুন ১০ 	দুপুর ৩ঃ৩০ - 	ইংল্যান্ড - অস্ট্রেলিয়া 
জুন ১১ 	দুপুর ৩ঃ৩০ - 	দক্ষিণ আফ্রিকা - ভারত 
জুন ১২ 	দুপুর ৩ঃ৩০ - 	শ্রীলংকা - পাকিস্তান 

জুন ১৪ 	দুপুর ৩ঃ৩০ - 	প্রথম সেমি ফাইনাল 
জুন ১৫ 	দুপুর ৩ঃ৩০ - 	দ্বিতীয় সেমি ফাইনাল 

জুন ১৮	দুপুর ৩ঃ৩০ - 	ফাইনাল 

পাসওয়ার্ড এর C প্রোগ্রাম

এমন একটি প্রোগ্রাম লিখ, যা ব্যবহারকারীর কাছ থেকে একটি পাসওয়ার্ড নিবে। সঠিক পাসওয়ার্ড প্রদান করলে দেখাবে Successfully Log In আর যদি ভুল পাসওয়ার্ড প্রদান করে, তাহলে দেখাবে Wrong Password. যদি ৫ বার ভুল পাসওয়ার্ড দেয়, তাহলে Access Denied মেসেজ দেখাবে।

প্রোগ্রামঃ

#include <stdio.h>
#include <stdlib.h>
#include <string.h>
char password[] = "1234";
char temp_password[100];

int input ()
{
  printf ("Password: ");
  gets (temp_password);
	int match = strcmp (password,temp_password);
	return match;
}

int main ()
{
	int count = 0;

	for (;;)
	{
		if (input () == 0)
		{
			printf ("Welcome \nLogged In \n");
			exit(0);
		}

		else
		{
		  if (count < 4)
		  printf ("Wrong Password \n");

			count++;
			if (count == 5)
			{
				printf ("Access Denied");
				exit(0);
			}
		}
	}
}

টনি’র কিচেনে বৈশাখী মিলনমেলা ও বাংলা খাবারের মেলা

তিনি টনি খান, বাংলাদেশ এর সেরা শেফদেরই একজন। ধানমণ্ডি ২৭ এ রয়েছে তার স্বপ্নের কিচেন। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কিচেনে তিনি প্রায়ই আয়োজন করেন বিভিন্ন উৎসবের। বরাবরের মত এবারও আয়োজন করেছিলেন বৈশাখী মিলনমেলা। আর এখানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ এর স্বনামধন্য ফটোগ্রাফার যুবাইর বিন ইকবাল, সিগনেচার রেস্টুরেন্ট এর মালিক শাহাবুদ্দিন, বিখ্যাত নারী শেফ নাফিজ ইসলাম লিপি সহ আরও অনেকেই।

অথিতিদের বরণ করে নেয়ার জন্য ছিলেন TKCI এর প্রধান বিপণন অফিসার মাহবুব আমিন নাহিয়ান এবং TKCI এর ছাত্রীরা।

hilsha fish
TKCI এর ছাত্র ছাত্রীদের হাতে তৈরি করা ইলিশ মাছ এর ভাজি
ছবিঃ যুবাইর বিন ইকবাল

উৎসবে নিমন্ত্রিত অথিতিদের জন্য রান্না করেছিলেন শেফ টনি খান এর ছাত্র-ছাত্রীরা। অথিতিদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে রাখা হয়েছিল কাঁচা আমের টক-মিস্টি শরবত। তারা তৈরি করেছিলেন মুখরোচক বাংলা খাবার। আর পরিবেশনায় ছিল আধুনিকতার ছোঁয়া। এ সকল খাবারের মাঝে ছিল পান্তা ভাত, ইলিশ মাছ, ডাল ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজি, ডিম ভাজি, মুগের ডাল, মাছের কালিয়া, নানান ধরণের চাটনি ইত্যাদি। তৈরি করা হয়েছিল বিশেষ ধরণের স্বচ্ছ নকশী কেক।

বৈশাখী খাবার
TKCI এর ছাত্র ছাত্রীদের হাতে তৈরি করা ডাল ভর্তা
ছবিঃ যুবাইর বিন ইকবাল

এ ছাড়াও অথিতিদের মনোরঞ্জন করে টনি খান ব্যবস্থা করেছিলেন, বাউল গান।