প্রবীণ বলে নেই তো কিছু
প্রবীণ হব সবাই
জীবনের এই ঘূর্ণিপাকে পথ চলার স্বভাব।
শিশু হবে মধ্যম তারপর বাধ্যকে আসা
একই নিয়মে চলছে সব তবে কেন দম্ভ লাফ
এদিক ওদিক তাকিয়ে ফেরা
দেখে সবাই শাসকের খেলা
ভুলে যাই আমরা যাব না
প্রবীণ মিছিলের মেলায়।
আমরা সবাই মিলেমিশে থাকব সমাজে টিকে
দেব না কোন কষ্ট আমরা প্রবীণদের বুকে।
প্রবীণ আছে বলেই আমারা আছি কেদারের দোলায়
বড় আসন নিয়েছি আজি
তাদের অবদানের ছোয়ায়।
– মৌসুমি আক্তার