প্রতিটা নিশ্চুপ মুহূর্তে
একটা নিঃশব্দ চিৎকার বাজে কানে।
বুকের ভেতর থেকে আসে চিৎকার
না পাওয়ার চিৎকার
কাছে না থাকার আক্ষেপ।
কি যেন নেই,কিছু নেই।
দুটো হাত,না!আস্ত একটা তুমি।।
মধ্য রাতে যেনও হয় আরও দ্বিগুণ
একটা তুমি নেই সেখানে
যেখানে শুধু তোমাকে খুঁজে
বিসর্জন দিয়ে নিজেকে
কাটিয়ে দিচ্ছি জীবন।।
তুমি হীনা হচ্ছে মরন।
– রুমা খান বুড়ী