জনপ্রিয় গুগল ক্রোম এক্সটেনশনসমূহ

গুগল ক্রোম একটি অসাধারণ ইন্টেরনেট ব্রাউজার। এটি ফ্রি ও দ্রুত কাজ করা যায়। তবে একে আরও কার্যকর করতে কিছু এক্সটেনশন ডাউনলোড করে নিতে পারেন। জনপ্রিয় কয়েকটি এক্সটেনশনের তালিকা দেয়া হল।

Alexa Traffic Rank
একটি ওয়েবসাইটের র‍্যাঙ্কিং কত, এটি জানা যায় www.alexa.com এর মাধ্যমে। কিন্তু এ এক্সটেনশনটি থাকলে আর ওয়েবসাইটে গিয়ে দেখার দরকার হবে না। এক্সটেনশন বারেই দেখাবে র‍্যাঙ্কিং।

Auto Replay for YouTube™
বিভিন্ন মিডিয়া প্লেয়ারে আমরা আমরা সাধারণত একটি গান বা অন্য কিছু বার বার শুনতে চাইলে রিপ্লে সুবিধার সাহায্য নেই। গুগল ক্রোমের এ এক্সটেনশনটি ইউটিউবেই সে সুবিধা দেবে।

Autofill
বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে গেলে কিছু তথ্য যেমন নাম, ই মেইল, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো সাধারণত দরকার হয়। বার বার লিখার প্রয়োজন হয়। কিন্তু এ এক্সটেনশনটি নিজে থেকেই লিখে দেবে সে তথ্যগুলো।

Clear Cache
অতিরক্ত ইন্টেরনেট ব্যবহারের ফলে প্রচুর ক্যাশ জমে যায়। এ এক্সটেনশনটি সে ক্যাশ মুছে দিবে।

Full Page Screen Capture
বিভিন্ন কাজে প্রায়ই দরকার হয় স্ক্রিন শট। এ এক্সটেনশনটি তৈরি করে দেবে ফুল পেজ স্ক্রিন শট।

Save as PDF
ওয়েবপেজটি সংরক্ষণ করা দরকার হতে পারে। তাই পি ডি এফ আকারে সংরক্ষণ করতে এ এক্সটেনশন।

Google Mail Checker
আপনার পাঠানো মেইল প্রাপক পেল কিনা, সেটি সবুজ প্রতীকের মাধ্যমে জানিয়ে দেবে।

Photo Zoom for Facebook
ফেসবুকের ছবি আপনাকে বড় করে দেখাবে শুধুমাত্র ছবির উপরে মাউস রাখলেই।

WOT: Web of Trust, Website Reputation Ratings
প্রায়ই অনেকেই লোভনীয় মেসেজের মাধ্যমে আপনাকে দিতে পারে বিভিন্ন লিঙ্ক, যেটি হতে পারে আপনার জন্য ক্ষতিকর। সবুজ সাইনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে এ WOT. লাল সাইন দিয়ে আপনাকে করে দেবে সাবধান। তবে সাইট একদম নতুন বা WOT ের কাছে তথ্য না থাকলে তা বেগুনী সাইন প্রদান করবে।

top wedding photographerin bangladesh

Leave a Comment