ব্রাজিল – ফখরুদ্দিন বিরিয়ানি (ঐতিহ্য আছে, এলিট ক্লাসের প্রিয়, কিন্তু মার্কেট খারাপ)
ফ্রান্স – সুলতান’স ডাইন (গত চার বছরে দুর্দান্ত পারফরম্যান্স)
জার্মানি – হাজী বিরিয়ানি (আট বছর আগেও মার্কেট লিডার ছিল, এখন পাত্তা নাই)
আর্জেন্টিনা – স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের বিরিয়ানি (দারুণ স্বাদ, মিডল ক্লাসে দীর্ঘদিন ধরে তুমুল জনপ্রিয়; কিন্তু এলিট ক্লাসে অচ্ছুৎ)
স্পেন – নান্না মিয়ার মোরগ পোলাও (মূল ব্রাঞ্চ বেচারাম দেউড়িতে যারা খায়, তারাই জানে এটা সেরা; অন্য কোথাও পাত্তা নাই)
ইংল্যান্ড – উর্দু রোডের রয়েল বিরিয়ানি (রয়েল ভাবটা আছে, এক সময়ে বিরাট সাম্রাজ্যও ছিল, এখনো ভালো স্বাদ)
ইতালি – হানিফ বিরিয়ানি (এই মুহূর্তে আলোচনায় নাই, কিন্তু জিনিস খাসা)
মরক্কো – দম লাজিজ বিরিয়ানি (ইমোশন আছে, গ্ল্যামার আছে, প্রচেষ্টাও আছে, ফিনিশার নাই)
ক্রোয়েশিয়া – কাচ্চি ভাই (কোয়ালিটি আরো বাড়াইতে হবে, ভাইডি; নইলে আর আগাইতে পারবেন না)
পর্তুগাল – কলকাতা কাচ্চি ( মাঝে মাঝে হাইপ ওঠে তারপর আবার চলতে থাকে নরমালি
– ফেসবুক থেকে সংগৃহীত