গুলশান হামলার মূল খলনায়ক হাসনাত করিম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমই ছিলেন গুলশান হামলার মূল খলনায়ক। তিনি নিজে গুলশানে উপস্থিত থেকে এ জঙ্গি হামলা পরিচালনা করেন এবং বিভিন্নভাবে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করেন দেশ ও বিদেশের বিভিন্ন মাধ্যমে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত একটি সেলফোনে অধিকতর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত দুটি ছবি থেকে তা স্পষ্ট হয়ে যায়।

Gulshan
নাইন এম এম পিস্তল হাতে হাসনাত

রাত ৮ঃ৪৬ মিনিটে হামলা শুরু হয়। এর ঠিক ১১ মিনিট পরে ৮ঃ৫৭ মিনিটে তিনি হামলার ছবি উগ্রবাদীদের মধ্যপ্রাচ্যভিত্তিক মুখপত্র ‘আমাক নিউজ এজেন্সি’ ও ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর রিটা কার্টৎজের ওয়েব পোর্টাল সাইট ইন্টেলিজেন্সে এর কাছে প্রেরণ করেন মোবাইল এপস এর মাধ্যমে।

হামলার পরে যখন হাসনাত ও তাহমিদ এর নামে সামনে আসে, তখন একটি মহল হাসনাতকে নিরপরাধ প্রমাণ করতে মরিয়া ওঠে। ফেসবুকে Free Tahmid নামে একটি পেজ খোলা হয়।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment