বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা
ছবিঃ যুবাইর বিন ইকবাল

বিশ্ব ইজতেমা যা মুসলমানদের এক অনন্য গৌরব এর বিশ্ব সম্মেলন। বাংলাদেশের টঙ্গির তুরাগ নদীর তীরে শীতের প্রারম্ভে শুরু হয়। এতে অংশগ্রহণ করেন দেশ বিদেশের লাখো মুসলমান। তিনদিনের এ সম্মেলন শুরু হয় জুমুয়াহর নামাজ দিয়ে এবং শেষ হয় আখেরি মুনাজাতের মাধ্যমে।

খাবার, পানি, বিশ্রাম, বাথরুমের নেই কোন সুব্যবস্থা। রাস্তার পাশে, কিংবা খোলা আকাশের নিচে অনেকেই থাকেন। তবুও তাদে মুখে নেই কোন বিরক্তির ছাপ। কেন না, তারা বিশ্বাস করেন, এ পৃথিবীর এ সামান্য কষ্ট আখিরাতে তাদের জন্য এনে দেবে চিরকালীন শান্তি। আর হযরত মুহাম্মাদ সঃ ও তার সাহাবীগন যে কষ্ট করেছেন, তার কাছে এ কষ্ট কিছুই না।

বিশ্ববাসীর শান্তি, সফলতা ও মঙ্গল নিয়ে আলোচনা হয় এখানে। আলোচনা করেন সাধারণত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের আলীমগণ। আলোচনা হয়, আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামকে কিভাবে পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। আখেরি মুনাজাতের পরে অধিকাংশ লোকজন সফরে বের হন। সাধারণত এ সফরগুলো হয় চল্লিশ কিংবা চার মাসের। তবে অনেকেই সফর করে এক বছরের জন্য। তাদের উদ্যশ্য কিভাবে দ্বীন ইসলামকে পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment