জয়া করিম বাংলাদশের একজন আলোকচিত্রী যিনি তার ছবি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লালমাটিয়া মহিলা কলেজ থেকে বোটানিতে পড়াশোনা শেষ করেছেন। তবে বিশ্বজোড়া তার খ্যাতি এ আলোকচিত্রের জন্য। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন প্রদর্শনীতে ছবি প্রদর্শিত হয়েছে। তাছাড়া ২০১৫ সালে ঢাকার গুলশানে ‘জয়ার পথচলা’ নামে প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। ২০১৫ সালে ‘জয়ার পথচলা’ নামে প্রথম প্রকাশনা প্রকাশিত হয়। কথা হল দেশের জনপ্রিয় ও অনিন্দ্য সুন্দরী এ আলোকচিত্রীর সাথে। সাক্ষাৎকার নিয়েছেন যুবাইর বিন ইকবাল। নির্বাচিত অংশ-
প্রশ্নঃ কবে সূচনা করেছেন ফটোগ্রাফি?
জয়াঃ তিন বছর হল।
প্রশ্নঃ শুরু করার পেছনের কারণ?
জয়াঃ প্রধানত শখ থেকে শুরু করি, পরবর্তীতে পেশা হিসেবে বেছে নিয়েছি।
প্রশ্নঃ আপনার বর্তমান কর্মব্যস্ততা।
জয়াঃ এই মুহূর্তে আমি শিশুদের নিয়ে কাজ করছি, আশা করছি এই বছর একটি একক প্রদর্শনী করতে পারব।
প্রশ্নঃ ভবিষ্যৎ পরিকল্পনা
জয়াঃ আমি মূলত বক্তব্যনির্ভর ছবি তুলি, চেষ্টা করি ছবির মাধ্যমে সমাজ সচেতনতা সৃষ্টি করতে, ভবিষ্যতে এই প্রয়াসটিকে আরও এগিয়ে নিতে চাই।
প্রশ্নঃ কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখিন হয়েছেন?
জয়াঃ নারী আলোকচিত্রগ্রাহক হিসেবে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখিন হয়েছি, তাছাড়া আমাদের সমাজে আলোকচিত্র শিল্প এখনও সেভাবে প্রতিষ্ঠিত হয়নি, ফলে অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাওয়া যায় না।
প্রশ্নঃ এ থেকে আয় করেন? করলে কিরকম আয় হচ্ছে?
জয়াঃ না, আমি বাণিজ্যিক ছবি তুলি না।
প্রশ্নঃ নিজেকে কোথায় দেখতে চান?
জয়াঃ আলোকচিত্র হল যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম, একটি ছবির ফ্রেমের মাধ্যমে অনেক না বলা কথা প্রকাশ করা যায়। আমি আমার কাজের মাধ্যমে সমাজের কিছু না বলে কথা প্রকাশ করতে চাই।
প্রশ্নঃ কোথায় কোথায় কাজ করেছেন?
জয়াঃ শিশুদের নিয়ে কাজ করে এমন কিছু প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি। তাছাড়া বাংলাদেশের প্রথম নারী সাংবাদিক সাইদা খানমের সাথে যুক্ত আছি।
প্রশ্নঃ ক্লায়েন্ট ফিডব্যাক কেমন?
জয়াঃ ভালো।
প্রশ্নঃ নতুনদের জন্য কিছু পরামর্শ
জয়াঃ নতুনদের নিয়ে আমি খুব আশাবাদী। আমি মনে করি তারা এই শিল্প গড়ে ওঠার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তবে আমাদের সবার উচিত স্বকীয় এবং মৌলিক ছবি তোলা এবং মাত্রাতিরিক্ত এডিট নির্ভরতা কমানো।
প্রশ্নঃ কাকে আদর্শ মনে করেন?
জয়াঃ বাংলাদেশের প্রথম প্রথিতযশা নারী সাংবাদিক সাইদা খানমকে আমি আদর্শ মনে করি।
প্রশ্নঃ ফটোগ্রাফিতে পছন্দের বিষয় এবং কেন?
জয়াঃ আমি মনে করি প্রতিটি ছবি একটি গল্পকে ধারণ করে। জীবনের নানা দিক তুলে ধরা যায় ছবির মাধ্যমে। তাই আমি সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রা নিয়ে কাজ করি এবং চেষ্টা করি ছবির মাধ্যমে একটি বার্তা পৌঁছে দিতে।
প্রশ্নঃ নিজের দুর্বলতা এবং কেন একে দুর্বলতা মনে করেন?
জয়াঃ আসলে একজন নারী আলোকচিত্র শিল্পীর জন্য প্রতিবন্ধকতা অনেক বেশি, তাই মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, আবার এটাও মনে করি যে, এসব প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব তো আমাদেরই।
প্রশ্নঃ অবসরে কি করেন সাধারণত?
জয়াঃ অবসরে বই পড়ি, গান শুনি, প্রদর্শনী দেখি, ঘুরে বেড়াই আর আড্ডা দেই।
প্রশ্নঃ কোথায় ঘুরতে পছন্দ করেন এবং সাথে কাকে নিতে পছন্দ করেন?
জয়াঃ বন্ধু, পরিবার সবাইকে নিয়ে প্রকৃতির কাছাকাছি বেড়াতে ভালো লাগে।
প্রশ্নঃ অপছন্দের বিষয় কি?
জয়াঃ মিথ্যা বলতে ও শুনতে অপছন্দ করি।
প্রশ্নঃ কোন তারকার সাথে ডেটিং যেতে চান এবং কেন?
জয়াঃ শাকিব খান কেননা তিনি নাম্বার ওয়ান। আসলে মজা করে বলছি। ডেটিং কালচারের সাথে এখনো অভ্যস্ত হতে পারিনি তাই বলতে পারছি না।