ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি

Beautiful landscape pictures

“Light is photographer’s biggest friend and Ego his biggest enemy.”
Rohit Vohra, Photographer, India

ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি এর সাধারণ টিপস

  1. সময় নির্বাচন করা। সকাল বেলা এবং বিকাল বেলা অর্থাৎ যে সময়টাতে আলো সোনালী থাকে।
  2. আবহাওয়া সম্পর্কে ভাল ধারণা রাখা। যেমন কোন সময়ে আকাশ নীল থাকে কিংবা প্রচুর মেঘ থাকে। পাহাড়ি এলাকায় কখন সবুজ এর সমারোহ বেশি থাকে কিংবা কুয়াশার চাঁদরে আচ্ছন্ন থাকে। ধারণা রাখতে হবে কখন ঝর্ণায় পানির প্রবাহ বেশি থাকে। ইত্যাদি। অর্থাৎ আপনি যে স্থানের ছবি তুলবেন, ঐ স্থান কোন সময়ে কোন ঋতুতে সুন্দর থাকে, এসব।
  3. ট্রাইপড ব্যবহার করে ছবি তুললে ছবি ভাল আসবে।
  4. কম এপেরচারে ছবি তুলতে হবে। এতে ভাল ডেপথ পাওয়া যাবে।
  5. ঝর্ণা, সমুদ্রের ঢেও ইত্যাদির ছবি স্লো শাটারে তুললে অসাধারণ ছবি হতে পারে।
  6. হরাইজন লাইন যেনো সোজা থাকে, তা লক্ষ্য রাখতে হবে।
  7. বিভিন্ন এঙ্গেল থেকে একই স্থানের ছবি তোলা যেতে পারে। এতে বিভিন্ন রকম ছবি পাওয়া যেতে পারে।
  8. কুয়াশা, প্রতিচ্ছবি, লাইন, ধোঁয়া ইত্যাদি নিয়ে পরীক্ষা করা যেতে পারে। এসকল উপাদান একটি ছবিকে আকর্ষনীয় করতে পারে।
  9. রুল অফ থার্ড ও সিমেট্রি অনুসরণ করা যেতে পারে।
  10. কালার ভাল না থাকলে সাদা-কালো ছবি তুলতে পারেন।

ক্যামেরা সেটিংস

  1. শাটার স্পিডঃ
  2. আই এস ওঃ ১০০ – ৪০০
  3. এপেরচারঃ ন্যুনতম ৮
  4. হোয়াইট ব্যালান্সঃ ম্যানুয়াল
  5. ফোকাসঃ ম্যানুয়াল

ক্যামেরা ও ইকুইপমেন্টস

  1. যে কোন ভাল ক্যামেরা।
  2. ওয়াইড এঙ্গেল লেন্স।
  3. ট্রাইপড
  4. পোলারাইজড ফিল্টার

বিখ্যাত ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার

Landscape photography tips

কি ওয়ার্ড

Landscape pictures, Landscape photos, Landscape photography tips, Landscape images, Beach landscape photography, Photography landscape, Beautiful landscape pictures, Landscape pics,

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment