প্রকৃতির সাজ

অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখা,
নদীর ঢেউ আছড়ে পরে পাড়ে,
আবার শেষে জলগুলো যায় গড়িয়ে মিশে জলে,

পদ্ম ফোটা বিলের মাঝে দুলছে সকল পদ্ম হেসে,
বয়ে বাতাস চলছে ধেয়ে,
গুনগুনিয়ে গান শুনিয়ে,
যাচ্ছে মাঝি ডিঙি বেয়ে,

বোকা কলু এসেছে ক্ষেতে
এদিক ওদিক তাকিয়ে থাকা
মনের চোখে আনন্দের দোলা
পরের ক্ষেতের সরিষা দেখে
কলুর বেজায় হাসি ফোটে।

সন্ধ্যারাতে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ
সারি সারি মাথা তুলে
ভাসে পেছন ডোবায়
মেঘে ছেয়েছে আকাশ
বৃষ্টি শুরু ভিজছে হলুদ ডগা।

– মৌসুমি আক্তার

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment