হর্ষ

আমি যখন তাকিয়ে দেখি আমার সোনার মুখ,
পৃথিবীটার শত স্বপ্ন দেখি প্রাণের সুখ,
তোর চোখেতে কাজল আঁকি
তোর বিপদে সামনে ঝুঁকি,
তোকে আমি দেখি যত
অতীত মনে পড়ে তত,
কত আদর করতো বাবা
মা দিত বকুনি থাবা,
দাদি দাদার আদর তলে
ভুল ত্রুটি ক্ষমায় চলে,
এখন যদি আমার সোনা
জল এলে চোখের কোণা,
সামনে আমার অতীত এনে
সব আবদার নিলাম মেনে,
একদিন আমি শিশু ছিলাম
বাবা হয়ে জন্ম দিলাম
আমার সোনার মুখ
পৃথিবীর যত সুখ,
দাদা হতে আর কটাদিন
শোধ করব জমানো ঋণ।

– মৌসুমি আক্তার

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment