চট্টগ্রামের আনোয়ারায় কাফকো সার কারখানা তে গ্যাস ফিল্ডের পাইপ লিকেজ হয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। এখন পর্যন্ত ৮০ জনকে হাঁসপাতালে নেয়া হয়েছে গুরুতর আহত অবস্থায়। হাসপাতাল থেকে জানানো হয়েছে, কয়েকজন এর অবস্থা আশঙ্কাজনক। লিকেজ ঠিক করতে কাজ করছে ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট। আসে পাশের এলাকা থেকে লোকজনকে দ্রুত স্থান ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে। যে কনটেইনারের পাইপ লিক হয়েছে, তাতে প্রায় ৫০০ টন অ্যামোনিয়াম ফসফেট রয়েছে।
এখন পর্যন্ত আক্রান্ত স্থান আনোয়ারা, পতেঙ্গা, আগ্রাবাদ ও হালিশহর।
অ্যামোনিয়া গ্যাস মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়। কেবল অচেতন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলি।