মায়ানমারে বৌদ্ধ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে কয়েক সহস্র সাধারণ মুসলিম। মায়নামার সামরিক জান্তা এ গণহত্যা ঘটিয়েছে আর তাদের এ গণহত্যায় সমর্থন দিয়েছে মায়ান্মার সরকার প্রধান আং সান সুচি। ১৯৯১ সালে তাকে নোবেল পুরস্কার দেয়া হয় শান্তির জন্য।
বৌদ্ধ সন্ত্রাসী হামলা থেকে বাচতে প্রায় দশ লক্ষ সাধারণ মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে শরনার্থি হিসাবে। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছে। তবে বিভিন্ন মুসলিম দেশে থেকে পাঠানো হয়েছে ত্রান। তবে দশ লক্ষ মানুষের জন্য তা পর্যাপ্ত নয়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ত্রাণ এসেছে সৌদি আরব থেকে। তবে ভারত সরকার কিছু ত্রাণ পাঠিয়েছে, কিন্তু ভারত মায়ানমার সামরিক জান্তাকেই সমর্থন জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক আবেগঘন ভাষণের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন তাদের বর্তমান অবস্থা। এ সময়ে তিনি কেঁদে ফেলেন।