একজন নারীর জীবনের কঠিন মুহুর্তের বাস্তবতা আর একটি ছেলের বেড়ে ওঠার সময়ের চিন্তাধারা এ দুটি ঘটনাকে এক সুতোয় গেথে মাসুদুল হক নির্মাণ করেছেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “পারমিতা” আর এ গল্পের পারমিতা চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন অনিন্দ্য সুন্দরী নৃত্যশিল্পি এবং ভিবগেয়র ফ্যাশন বুথ এর ব্রান্ড এম্বাসেডর বারিশ হক। এ ছাড়া বারিশ হক এর বিপরীত এ অভিনয় করেছেন সাদাব সৃজন।
২২ মিনিট ৪৭ সেকেন্ডের এ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে জিরো বাজেটে। সকলেই মিলে সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজটি করেছেন। শুটিং করা হয়েছিল জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ে। পানির ভেতরে ক্যামেরা নিয়েও শুট করা হয়েছে।
বারিশ জানিয়েছেন, তিনি অত্যন্ত আনন্দের সাথে এ কাজটি করেছেন। এ ছাড়া সকলেই কাজটি করেছেন অত্যন্ত আনন্দের সাথেই।
মিরপুর মিলনায়তনে প্রথম প্রদর্শন করা হয় এটি। বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন করা হয়েছে এটি এবং অত্যন্ত জনপ্রিয়তা পায় এটি। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শন করা হয়েছে এই অসাধারণ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি।